কবির কাব্যচর্চা
রাধেশ্যাম অধিকারী
কবি রাধেশ্যাম অধিকারী কবিতা লেখা শুরু করেন ২০০৩ খ্রিস্টাব্দে । তার প্রথম কবিতা প্রকাশিত হয় 'প্রসাদ ' পত্রিকায় ২০০৬ খ্রিস্টাব্দে।তারপর গৃহশোভা,দেশ,উদ্বোধন,ভবিষ্যৎ ,কথাসত্য,অন্যপ্রমা,শারদীয়া আনন্দবাজার পত্রিকা, আমি অনন্যা,কবিসম্মেলন, বুলবুল, জলজ,প্রবাহ,অতিথি,পূর্বাদ্রী, উন্মুখ,মিলন, বার্তা, বীরভূমি,ভাবনা, বনফুল ও আরও নানা পত্রিকায় কবির কবিতা প্রকাশিত হয়েছে ।
কবির প্রথম কাব্যগ্রন্থ 'ধুলো দিয়ে গড়া 'প্রকাশিত হয় সেপ্টেম্বর ২০১১খ্রিস্টাব্দে (প্রতিভাস )থেকে, দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 'কুয়াশার কবিতা 'রথযাত্রা ১৪২০ বঙ্গাব্দে (পাঠক ),তৃতীয় কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 'ঝরা রাতের আলো ' ২০১৬ খ্রিস্টাব্দে (পাঠক ) , চতুর্থ কাব্যগ্রন্থ 'সাত আকাশের তারা 'প্রকাশিত হয় মে, ২০১৭ খ্রিস্টাব্দে ( পাঠক ) প্রকাশনী থেকে । কিন্তু ' সাত আকাশের তারা ' আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০১৮ খ্রিস্টাব্দের ৬ ই ফেব্রুয়ারি প্রেসকর্ণারে । গ্রন্থটি প্রকাশ করেন কবি অমর মিত্র ।