কবির লেখা বই

ধুলো দিয়ে গড়া

সমকালীন সমাজের চিত্র

কবি রাধেশ্যাম অধিকারীর প্রথম কাব্যগ্রন্থ ' ধুলো দিয়ে গড়া ' প্রকাশিত হয় ২০১১খ্রিস্টাব্দে, 'প্রতিভাস ' প্রকাশনী থেকে । বাংলা কবিতার জগতে প্রথম পা রাখেন কবি । কবিতার আঙ্গিক ও বিষয়ে আসে বৈচিত্র্য, বোঝা যায় এটি কবির প্রথম কাব্যগ্রন্থ । তবে কবিতা পরতে পরতে আছে আবেগ আর গভীর চিন্তা । কিন্তু ' ধুলো দিয়ে গড়া ' নামটির মধ্যে একটা কেমন যেন খটকা লাগে, কবি 'ধুলো ' শব্দটি ব্যবহার করে একটা ব্যঞ্জনা সৃষ্টি করতে চেয়েছেন । যা ধরা পড়েছে পরবর্তী কাব্যগ্রন্থে ।

কুয়াশার কবিতা

দিনযাপনের ঝরে পড়া ক্লান্তির ছাপ

কবি রাধেশ্যাম অধিকারীর দ্বিতীয় কাব্যগ্রন্থ 'কুয়াশার কবিতা' প্রকাশিত হয় রথযাত্রা ১৪২০ বঙ্গাব্দে 'পাঠক' প্রকাশনী থেকে । 'কুয়াশার কবিতা ' নামটির মধ্যে একটি খেলা রয়েছে । আলো আর অন্ধকারের খেলা । যেখানে রয়েছে বিষণ্ণতা বোধ । কবির অন্তরে বাহিরে যে বিন্দু বিন্দু যন্ত্রণা, তারই প্রকাশ রয়েছে কবিতাগুলোর মধ্যে - ' কত ভাবে বাঁচা যায় । কিন্তু আমার জন্য সস্তা সময় । আর পথ আটকায় একরাশ অন্ধকার । আর অন্ধকারে দিশেহারা জীবন । এই কুয়াশা হয়তো কবির দিনযাপনের ঝরে পড়া ক্লান্তির ছাপ, যা পাঠকের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যায় । যদিও কবির মনে আশা জাগে- ' বসন্তের বাতাসে ঝরে পড়বে মুকুল, পদপৃষ্ট হয়ে মিশে যাব ধুলায় ।

ঝরা রাতের আলো

একুশের কবিতা

কবি রাধেশ্যাম অধিকারীর তৃতীয় কাব্যগ্রন্থ ' ঝরা রাতের আলো ' । প্রকাশিত হয় পাঠক প্রকাশনী থেকে ২০১৬ খ্রিস্টাব্দে । 'কুয়াশার কবিতার ' পর 'ঝরা রাতের আলো ' কোথায় যেন একটা আচ্ছন্ন ঘোর রয়েছে । যে ঘোরে রয়েছে বিষণ্ণ মাধুর্য, আর অন্তিম নিঃশ্বাস । যা পাঠকের মনেও সঞ্চারিত হয় অনায়াসে । কবিতার ছত্রে ছত্রে রয়েছে চিত্রকল্প আর উপমার সমাবেশ । যা কবিতাগুলোর মধ্যে তৈরি করেছে একটা আবছা অনুভূতি । তারপর সেই অনুভূতি জুড়ে রয়েছে কবির ক্ষত বিক্ষত জীবন নির্যাস, যা কবিকে অতিক্রম করে পাঠকের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে অনায়াসে।

সাত আকাশের তারা

একুশের কবিতা

কবি রাধেশ্যাম অধিকারীর চতুর্থ কাব্যগ্রন্থ ' সাত আকাশের তারা 'প্রকাশিত হয় মে, ২০১৭ খ্রিস্টাব্দে পাঠক প্রকাশনী থেকে । কিন্তু 'সাত আকাশের তারা 'আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০১৮ খ্রিস্টাব্দের ৬ ই ফেব্রুয়ারি প্রেসকর্ণারে । গ্রন্থটি প্রকাশ করেন কবি অমর মিত্র । 'ঝরা রাতের আলো 'র পর 'সাত আকাশের তারা ' বেশ কোথাও যেন একটা ছোঁয়া আছে, যে ছোঁয়া জুড়ে আছে কাব্যিক স্পর্শ ।

উদয়

শিশু সাহিত্য বিষয়ক পত্রিকা

১ লা অক্টোবর ২০০৪, প্রথম সংখ্যা : মাত্র ১৬ বছর বয়সে কবি রাধেশ্যাম অধিকারী 'উদয়' নামে একটি শিশু সাহিত্য পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন । পত্রিকাটির প্রচ্ছদ করেন আসিকূল ইসলাম । তার আগে কাদোয়া ও রাজগ্রাম থেকে একযোগে প্রকাশিত হয় দেওয়াল পত্রিকা - 'উদয়' । যা ছিল মাসিক দেওয়াল পত্রিকা ।এই পত্রিকার তিনটি সংখ্যা প্রকাশিত হয় । যথাক্রমে ----- প্রথম প্রকাশ, ১ লা জুলাই, প্রথম বর্ষ, প্রথম সংখ্যা দ্বিতীয় প্রকাশ, ১৫ ই আগস্ট, প্রথম বর্ষ, দ্বিতীয় সংখ্যা তৃতীয় প্রকাশ, ১লা সেপ্টেম্বর, প্রথম বর্ষ, তৃতীয় সংখ্যা উদয় শিশু সাহিত্য পত্রিকা, ২ য় বর্ষ, বার্ষিক সংখ্যা ১৫ এপ্রিল ২০০৫, ১লা বৈশাখ ১৪১২ বঙ্গাব্দ প্রচ্ছদ করেন : রাজীব ঘোষ এর পর নানা কারণে কবি আর এই পত্রিকা প্রকাশ করতে পারেন নি । এই পত্রিকা সম্পাদনার জন্য 'বাংলাদেশ সংস্কৃতি পরিষদ ' (বাসপ ) 'বাসপ পুরস্কার : ২০১৫' প্রদানের জন্য কবিকে মনোনীত করেন । কিন্তু শারীরিক অসুস্থতার কারণে কবি পুরস্কার গ্রহণ করতে পারেন নি ।

শীঘ্রই আসছে

শীঘ্রই প্রকাশিত হবে .....

একুশের কাব্যগ্রন্থ

দৃশ্যগ্রাহ্য কবিতা

রাধেশ্যাম অধিকারী'

একুশের বাংলা কবি রাধেশ্যাম অধিকারী ও তার একুশের কবিতা ও কবিতা সংক্রান্ত তথ্য ও মতামত

কবি রাধেশ্যাম অধিকারী মুর্শিদাবাদ জেলার কাদোয়া গ্রামে জন্মগ্রহণ করেন ২০ শে মার্চ ১৯৮৮ খ্রিস্টাব্দে । পিতা হেমন্ত অধিকারী মাতা মল্লিকা অধিকারী । কাদোয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পাঠ শেষ করে, বহুতালী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন ২০০৩ খ্রিস্টাব্দে । তারপর রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন ২০০৫ খ্রিস্টাব্দে । রামপুরহাট কলেজ থেকে ২০০৮ খ্রিস্টাব্দে বাংলা বিষয়ে বি.এ.(সাম্মানিক ) পরীক্ষায় উত্তীর্ণ হন । তারপর বর্দ্ধমান বিশ্ববিদ্যালয়ে এম.এ. পড়ার জন্য ভর্তি হন । কিন্তু ২০০৯ খ্রিস্টাব্দের ১৮ ই সেপ্টেম্বর হঠাৎ পথ দূর্ঘটনায় পিতা হেমন্ত অধিকারীর মৃত্যু হয় । তারপর কবিকে পড়াশোনায় ইতি টানতে হয় । কবির আর এম.এ. পড়া সম্ভব হয়নি ।

kobi radheshyam adhikari

রাধেশ্যাম অধিকারী

কবি রাধেশ্যাম অধিকারী কবিতা লেখা শুরু করেন ২০০৩ খ্রিস্টাব্দে । তার প্রথম কবিতা প্রকাশিত হয় 'প্রসাদ ' পত্রিকায় ২০০৬ খ্রিস্টাব্দে।তারপর গৃহশোভা,দেশ,উদ্বোধন,ভবিষ্যৎ ,কথাসত্য,অন্যপ্রমা,শারদীয়া আনন্দবাজার পত্রিকা, আমি অনন্যা,কবিসম্মেলন, বুলবুল, জলজ,প্রবাহ,অতিথি,পূর্বাদ্রী, উন্মুখ,মিলন, বার্তা, বীরভূমি,ভাবনা, বনফুল ও আরও নানা পত্রিকায় কবির কবিতা প্রকাশিত হয়েছে । কবির প্রথম কাব্যগ্রন্থ 'ধুলো দিয়ে গড়া 'প্রকাশিত হয় সেপ্টেম্বর ২০১১খ্রিস্টাব্দে (প্রতিভাস )থেকে, দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 'কুয়াশার কবিতা 'রথযাত্রা ১৪২০ বঙ্গাব্দে (পাঠক ),তৃতীয় কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 'ঝরা রাতের আলো ' ২০১৬ খ্রিস্টাব্দে (পাঠক ) , চতুর্থ কাব্যগ্রন্থ 'সাত আকাশের তারা 'প্রকাশিত হয় মে, ২০১৭ খ্রিস্টাব্দে ( পাঠক ) প্রকাশনী থেকে । কিন্তু ' সাত আকাশের তারা ' আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০১৮ খ্রিস্টাব্দের ৬ ই ফেব্রুয়ারি প্রেসকর্ণারে । গ্রন্থটি প্রকাশ করেন কবি অমর মিত্র ।